প্রবাসে সাহিত্য চর্চায় জুয়েল সাদত অনেকের নিকট অনুকরনীয় হিসাবে দৃশ্যমান — প্রফেসর হায়াতুল ইসলাম আকুঞ্জি
প্রবাস ডেস্ক –
বৈশ্বয়িক কঠিন সময়েও সাহিত্য চর্চা প্রবাসে থেমে নেই। আমেরিকা প্রবাসী কবি সাংবাদিক জুয়েল সাদতের নতুন কবিতার বই ‘সাদা মার্জিনের” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেট মহিলা কলেজের সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোড়ক উন্মোচন পরবর্তী আলোচনা সভায় বলেন,জুয়েল আমার একজন শুধু ছাত্র নয়৷ সে আমার স্বজন। আমি তাকে চিনি ৯০ সাল থেকে, এত গতিময় তরুন আমি কম দেখেছি। আমেরিকার মত একটি গতিশীল দেশে থেকে তার বহুমাত্রিক কাজ আমাকে সম্মোহিত করে। এটি নিয়ে তার তিনটি প্রকাশনায় থাকার সৌভাগ্য্ হয়েছে। তার সাহিত্য্ চর্চা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি আরো বলেন, গত বছর তার কবিতার সিডির প্রকাশনা করলাম, সে বিদেশ থাকে বলে মনে হয় না। লেখালেখিতে তার দেশের সামসাময়িক বিষয় আমাকে নতুন করে ভাবিয়ে তুলে। অনেক কঠিন বাস্তবতা জুয়েলের কবিতায় দৃৃৃশ্যমান।