সোনার বাংলা
আমরা একটা মুক্তিযুদ্ধ দেখতে চেয়েছিলাম,
সেই মুক্তিযুদ্ধের বদলে আমরা একটি পুর্নাঙ্গ সোনার বাংলাই পেলাম।
আমরা একটা জনযুদ্ধ দেখতে চেয়েছিলাম,
সেই জনযুদ্ধের নায়ক শেখ মুজিব ই আজ দৃশ্যমান।
আমরা একটা গেরিলা যুদ্ধ দেখতে চেয়েছিলাম –
সেই গেরিলা যুদ্ধের ফসল আজ পদ্মা সেতুই দেখছি।
আমার ৭১ সালের হারানো মা বোনেরা আজ সোনার বাংলায় হাঁসে।
আমার ৫০ বছরের” বাংলাদেশ” আজ আমার সাথে স্মার্ট ফোন নিয়ে হাঁটে,
আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি।
আমার সোনার বাংলা আমি তুমায় নিয়ে বাঁচি। সোনার বাংলায় আজ মেট্রো রেল,ট্যানেল,পদ্মা সেতু,স্যাটেলাইট স্বপ্নকে পাশ কাটে।
আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি।।
জুযেল সাদত
ফ্লোরিডা
১৬ ডিসেম্বর / ২১