জি আই রাসেলের পিতার ৮ ম মৃত্যুবার্ষিকী ২১ ডিসেম্বর
ডেস্ক রিপোর্ট –
৩৫ তম ফোবানার কনভেনর ও ওয়াশিংটন -ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের অন্যতম কমিউনিটি একটিভিষ্ট জি আই রাসেলের পিতা জনাব মরহুম নুরুল ইসলাম এর অষ্টম ( ৮ ম) মৃত্যুবার্ষিকী আগামী ২১ডিসেম্বর, মঙ্গলবার । জনাব নুরুল ইসলাম সমাজে একজন স্বজ্জন ব্যাক্তি হিসাবে সমাদৃত ছিলেন। কমিউনিটি একটিভিষ্ট জি আই রাসেল এক বিবৃতিতে উনার পিতা মরহুম পিতা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত এর জন্য্ সকলের দোয়া চেয়েছেন । সেইদিন বাংলাদেশে নানা মাধ্যমে দোয়ার আয়োজন ও গরীবদের খাওয়ানো হবে।
জি আই রাসেল সেই সাথে তার মরহুম দাদা ও দাদী মরহুম আজিজুর রহমান চৌধুরী, ও মরহুমা সামসুন নাহারের জন্য্ দোয়া কামনা করছেন।