দিকভ্রান্ত পথ
এইচ বি রিতা
দুর্জ্ঞেয় পথের অনেকাংশ খননে নাভিমূল ছিঁড়া
পদ্মপাতা সে
ঋতুর মতোই পরমায়ু বৃদ্ধিতে নিজেকে মেলে ধরে;
রাস্তা, অফিস, কোলাহলময় বাজার; রণক্ষেত্রে
ভাবুক স্বাধীনতা পেশীতে গুঁজে নিয়ে দিন শেষে
রাতের আঁধারে কষ্ট নদীর…